উৎসর্গ
আমার পরলোকগত পিতা মুকুন্দলাল কর্মকার ও মাতা পূর্ণলক্ষ্মী কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে।
বিজ্ঞানের আসল কথা হল কার্য ও কারণের মধ্যে যুক্তির শৃঙ্খলা স্থাপন করা, সত্যকে আরো সত্যে উপনিত করা। অজানাকে জানার মানুষের যে অপরিসীম আগ্রহ তা যুক্তি দিয়ে, চিন্তা ভাবনা করে, প্রশ্নের মাধ্যমে সত্যকে জানার চেষ্টা এবং জেনে সেই অনুসারে কাজ করে থাকে। প্রশ্ন উত্তরের মাধ্যমে সহজ সরলভাবে বিজ্ঞানের আলোয় বিচার বিশ্লেষণ করার এ এক সামান্যতম চেষ্টা। আশাকরি পাঠকের মনে সচারচর যে সকল প্রশ্ন জাগে এই বই পাঠে তার খানিকটা হলেও যদি উত্তর পেয়ে যান তাহলেই এই লেখা সার্থক হবে।
জানায়ারী, ২০০৮
নিরঞ্জন কর্মকার
রহড়া মিশন পাড়া কলিকাতা - ১১৮