কোড়া ভাষা শিক্ষার একটি প্রাথমিক শব্দভাণ্ডার, উৎসাহী পাঠকদের জন্য পেশ করা হল। বইটিতে লেখা হয়েছে একমাত্র যেসব জিনিস আমরা কোড়া ভাষায় বলি সেইগুলো। আর যেগুলো লেখা হয়নি, সেই সবের নাম বা জিনিসপত্রগুলো বাংলা নামই ব্যবহার করা হয়। হয়ত অনেক পাঠক পাঠিকারা মনে করতে পারেন যে, এই কয়েকটা মাত্র কোড়া ভাষায় লেখা হয়েছে কিন্তু আরও তো অনেক জিনিসপত্রের নাম বাদ রেখে দিয়েছে। তাই পাঠক পাঠিকাবৃন্দের কাছে অনুরোধ কিছু কিছু নাম হয়ত বাকী থাকতে পারে। পরবর্তী দ্বিতীয় ভাগ প্রকাশে সেইগুলো আপনারা জানতে পারবেন।
বিনীত — কোড়া উন্নয়ন সংস্থা
- সর্বনাম –
বাংলা ভাষা — কোড়া ভাষা
আমি — ইঞ
আমরা — আলে
আমাদের — আলেয়াঃ
আমাদের দুজন — আলিঞ
আমাকে — ইঞকে
আমাদেরকে — আলেকে, আবুকে
তুমি — আম্
তোমরা — আপে
তোমাদের — আপেয়াঃ
বাংলা ভাষা — কোড়া ভাষা
তোমরা দুইজন — আবেন্
তোমাকে — আমকে
তোমাদেরকে — আপেকে
সে বা তিনি — হানি
তাহার — আয়াঃ
তাহারা — আকু
তাহাদের — আকুয়াঃ
সেইটা — হানাটা, ইনাটা
এইটা — নিয়াটা, নেএটা
কে — অকয়
বাংলা ভাষা — কোড়া ভাষা
কোথায় — কথাং রে
কেমন — চিলকা
কিজন্য — কিনাঃ নাইতনাং
ভালো — বেশগে
কি — কিনাঃ
কাহাকে — অকয়কে?
কার — অকয়রাআঃ
কত — চিন্তিং
কবে — চিত্তাং
কেন — চিয়াৎ
কখন — চিত্তং
তাহাকে — হানিকে
দেখতে কেমন — চিল্কানায়
তাহাদেরকে — আকুকে, হানকুকে
এদেরকে — নিকুকে।
আত্মীয়-স্বজন
মা — মাঞ
বাবা — বা, এবা
ভাই — বকঞ
বোন — বকঞকুড়ি, মিশিঞ
দিদি — দাই
বড়দিদি — মারাংদাই
বড়দাদা — মারাংদাদা
মেজোদাদা — তালাদাদা
ছোড়দা — হুঁডিঞদাদা
মাসি — মোসি
মেসো — মোসা
জামাইদা — তেয়াঞ, তেয়াং
শালা — ইরলিঞ, এরলিঞকড়া
বাংলা ভাষা — কোড়া ভাষা
শালি — ইরলিঞকুড়ি
সমন্ধী — বাঞহারিঞ
ঠাকুরঝি — আঝনারিঞ
বিটি, মেয়ে — হন্এরা, বিটি
বেটা, ছেলে — হনহেরেল
জামাই — আরা, আরাঞ
শ্বশুর — হঁয়ার, হঁয়ারিঞ
ভাসুর — বাঞহার
শ্বাশুড়ী — হানার, হানারিঞ
জা — নাতাঞ, নাতাঞএরা
ভাইরাভাই — সাডগি, সাডাগিঞ
বিয়াই, বেয়াই — বালাকড়া
বেয়ান — বালাকুড়ি, বালাএরা
নাতি — জাইকড়া
নাতনি — জাইকুড়ি
রং
সাদা — পুঁডি
কালো — হেঁদে
লাল — আরাঃ
হলুদ — সামাং
সবুজ — হালি
ফর্সা — এসেল
খাঁকি — মাটিয়াল
নিল্ — লিল্
ঢং বা আকার
লম্বা — ঝাইল, জিলিঞ
খাটো — বাঁডিয়া, খাট
উঁচু — উসুল
নীচু — ছেপ, লাতার
বাংলা ভাষা — কোড়া ভাষা
সরু — নানহা
খসখসে — খারখাসা
চকচকে — ঝাকঝাক
মসৃণ — চিকাড়্
মোচড়ানো — পেটের
বড় — মারাং
ছোট — হুডিঞ
ভালো — বুকিন্, বেশ্
খোঁড়া — খড়দা, খড়দি
মাতাল — বুল্
বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ
মাথা — বহঃ
চুল — ইপ্
নাক — মু
মুখ — মচা
কান — লুতুর
চোখ — মেৎ
দাঁত — ডাটা
কপাল — মলং
গাল — জহা
গলা — হটঃ
বুক — কুড়াম্
পিঠ — দয়া
কোমর — মায়াং
পেট — লাহিচ্
নাভি — বুটি
থাই — বুলু
হাঁটু — মুকড়ি
পা — কাটা
বাংলা ভাষা — কোড়া ভাষা
হাত — তিহি
আঙুল— কাটুপ্
ঠোঁট — লুটি
জিহ্বা — আলাং
গোড়ালি — ইডি
তলপা — তালখা
কর্ম
খাওয়া — জম্
পান করা — নূ
চিবানো — তগচ্
গিলা — উৎ
দেখা — নেল
শুনা — আয়ুম্, আতেন্
কথা বলা — থুতিজাগার, থুতিগাম্
গালি দেওয়া — রুহেৎ, এগের
গান — দুরাং
নাচ — এনেচ্
বসা — দুপ্
দৌড়ানো — নির
উঠা, ওঠা — বিরিৎ
ঘুমানো — জাপিৎ
শুয়ে থাকা — গিতিচ্
তোলা — রিম্, রাকাপ্
ফেলে দেওয়া — গিডি
ছুঁড়ে ফেলা — দুঁ হাড় গিডি, হুরাং
হাঁসা — লাঁদা
কাঁদা — ইয়াম্
লাফানো — জেহেৎ
ঢিল ছোঁড়া — খাঁডিয়া, হুরাং
বেড়ানো — দাড়ান্
বাংলা ভাষা — কোড়া ভাষা
বাজানো — রু
বাঁশি বাজানো — রুতুঅরং
লেখা — অল্, অলঃ
পড়া — পড়হাঃ
দয়া করা — দায়া
জাগ্রত করা — চিরগাল্
ভয় করা — বরঅ
দাঁড়ানো — তিঁগু
হাঁটা — তাড়ম্
যাওয়া — সেনঃ, সেন্অঃ
স্বপ্ন — কুকমু
চিন্তা করা — গাহাম্
পথপ্রদর্শক — হরাউদুঃ
কাঠ কাটা — সাহান মাআঃ
মাটি কাটা — হাসা মাআঃ
পাথর উঠানো — ধিরি পাটুপ্
লাঙল করা — নাহেল্ সি
ঘর ছাওয়া — অড়াঃ দাপ্
রান্না করা — ইশিন্ বাসাং
জল তোলা — দাআঃ লু
সময় বা কাল
সকাল — সেতাঃ
দুপুর — তিকিন
বিকাল — তারসিঞ
সন্ধ্যা — আয়ুপ্
রাত — নিদা
মাঝ রাত — তালা নিদা
শেষ রাত — শেষ নিদা
ভোর — সিম্ রারআ
বাংলা ভাষা — কোড়া ভাষা
সূর্য্য উদয় — বেলা রাকাপ্
সূর্য্যাস্ত — বেলা ডুঁবুচ্
কখন — চিন্তং
তখন — এনাং
এখন — নিন্তং
যখন তখন — যাহা চিন্তং
কবে — চিল্লং
কতক্ষণ — চিমিন্ খাড়ি
অনেকক্ষণ — গাদা খাড়ি
কিছুক্ষণ — মিৎখাড়ি
কিছুক্ষণ পরে — হুঁডাং তায়মতে
কিছুক্ষণ আগে — হুডাড় খাড়াংতে
স্থান
কোথায় — কথাংরে
এখানে — নেডে, নাডে
ওখানে — এঁডে
সেখানে — হাঁডে
ঘরে — অড়াঃ রে
নদীর ধারে — গাডা হেদেরে
বনের ধারে — বির্ হেদেরে
গাছের তলায় — দারুবুটারে
ছামড়া তলায় — ছামডা লাতাররে
দরজার কাছে — কপাট বুটারে
দুয়ারের কাছে — দুয়ার বুটারে
পাঁদাড় ধারে — কুড়াম্ হেদে
আঙিনায় — রাচারে
মাঝ ঘরে — তালা অড়াঃরে
রান্না ঘরে — ইসিন্ অড়াঃরে
পায়খানা ঘরে — ইচ্অড়াঃরে
প্রস্রাব খানায় — আডু অড়াঃরে
বাংলা ভাষা — কোড়া ভাষা
স্কুলে — ইস্কুলরে
কলেজে — কলেজরে
অফিসে — অপিসরে
বল মাঠে — বল ডাহিরে
দূরে — সাঁগিঞরে
অনেক দূরে — গাদা সাগিঞরে
বিদেশে — নামালরে
স্বদেশে — দিশমরে
জমিনে — বাইদরে
পুকুরে — পুখরিরে
জন্মভূমি — জানাম্ দিশম্
পাহাড়ে — বুরুরে
নদীতে — গাডারে
ডাঙায় — খুটুরে
বাংলা ভাষা — কোড়া ভাষা
পরিমাণ
একটা — মিয়াৎ
দুইটা — বারিয়া
তিনটা — আপিয়া
চারটা — উপুনিয়া
পাঁচটা — মড়েয়া
ছয়টা — তুরিয়া
এক গণ্ডা — মিৎগাণ্ডা
এক হাঁড়ি — মিৎ চেলাং
কলসি ভর্তি — পেরে ঠিলি
বস্তা ভর্তি — বস্তা পেরেচ্
পেট ভর্তি — লাহিচ্ বি, লাহিচ্ পুটি
সারা দেশের লোক — গটা দিশম্ হড়অ
সারা গ্রামের লোক — গটা হাতুহড়অ
আঁচল ভর্তি — গছা পেরেচ্
কথাবলা শেখা
দূর আত্মীয়ের সঙ্গে কথাবলা
বাংলা — দাদা নমস্কার।
কোড়া — দাদা জহারগে।
বাংলা — কেমন আছেন?
কোড়া — চিল্কা মেনাঃ মেয়া? চিল্কা হেনাঃ বেনা
বাংলা — ঈশ্বরের কৃপায় ভালোই আছি।
কোড়া — ভগবান রাআঃ দায়াতে বেশগে হেনাইঞা।
বাংলা — আপনারা কেমন আছেন?
কোড়া — আপেদ চিল্কা মেনাঃ পেয়া?
বাংলা — আসুন একটু চা খাই।
কোড়া — দেলা হুডাং চালাং নুইআ।
বাংলা — কাজকর্ম কিসব করছেন?
কোড়া — কিনাঃকু কামি ভাড়াৎআম?
বাংলা — বর্তমানে চাষের কাজ করছি।
কোড়া — নিয়া খাড়িদ চাষ রাআঃ কামি তানাঞ।
বাংলা — চলুন নদী থেকে স্নান করে আসি।
কোড়া — দ গাডা হাতেৎ উমকাতে হিজু আলাং।
বাংলা — আসুন ভাত খাবেন।
কোড়া — দেলা মাডি জমম্।
বাংলা — একটু বিশ্রাম করুন।
কোড়া — হুডাং জিরা লেনমে।
বাবা ও সন্তান
বাংলা — বাবা আজ আমি স্কুলে যাবো না।
কোড়া — বাআ ইঞ তিহিঢ স্কুল কাঞ সেনঃআ।
বাংলা — কেন রে যাবি না কেন?
কোড়া — চিআৎকা কাম সেনআ চিয়াৎ।
বাংলা — বাবা আজ আমার পড়া হয়নি।
কোড়া — বাআ তিহিঞ ইঞাঃ পড়হা কাহুয়া কানা।
বাংলা — বাবা আমাকে একটা জামা কিনে দেবে?
কোড়া — বাআ ইঞকে মিয়াৎ জামা কিরিঞা ঞাম?
বাংলা — না না তোমাকে কিছু দেওয়া হবে না।
কোড়া — নাই নাই আমকে জাহনাঃ এমকা সেসেনা।
বাংলা — কেন বাবা কেন?
কোড়া — চিয়াৎ বাআ চিয়াৎ?
বাংলা — ভালো করে পড়াশুনা করলে দেব।
কোড়া — বেশ লেকা আলঃপড়হা করা লেংখান এমামাঞ।
বাংলা — বাবা আজ থেকেই ভালোভাবে পড়াশুনা করবো।
কোড়া — বাআ তিহিঞ হাতেৎ গে বুগিন লেকা অলঃ পড়হা করা ইঞ।
আয় আমরা সবাই একসাথে ভাই ছেলে মেয়ে সবে মিলে
নতুন আলোয় জ্বালাই প্রদীপ
এই সমাজের তলে।