টুকিটাকি
- ভাষা রিসার্চ এ্যান্ড পাবলিকেশন সেন্টার, বরোদা, আদিবাসী ভাষা ও সংস্কৃতি বিষয়ক পুস্তক ও পত্রপত্রিকা নিয়মিত ভাবে প্রকাশ করে থাকে।
- আদিবাসী একাডেমী তেজগড়, গুজরাট, অনেক আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মাতৃভাষায় শিক্ষাপ্রদান করে থাকে।
- 'Living Tongues Institute for Endangered Language' Dr. Greg Anderson এবং Dr. David Harrison-এর যৌথ উদ্যোগে ভাষাবৈচিত্র্য রক্ষায় কাজ করে চলেছে। বিশেষ সংকটজনক ভাষাক্ষেত্রগুলিকে তাঁরা 'Language Hotspots' নামে চিহ্নিত করেছেন।
- Endangered Language Alliance (ELA) একটি নিউ ইয়র্কে অবস্থিত ‘ভাষা বাঁচাও’ সংস্থা। এরা মূলতঃ শহরাঞ্চলের িবপন্ন ভাষাগোষ্ঠীগুলিকে নিয়ে কাজ করে। শুধু নিউইয়র্ক শহরেই প্রায় ৮০০ ভাষা বিপন্ন।
- ১৬-১৭ জানুয়ারী, ২০১৭ িসঙ্গাপুরে চতুর্থ আন্তর্জাতিক আলোচনাচক্র অনুষ্ঠিত হচ্ছে বিপন্ন ভাষা সাহিত্য ও সমাজ বিষয়ে।
- ২-৫ মার্চ, ২০১৭ ভাষা বিপন্নতা ও সংরক্ষণের বিষয়ে পঞ্চম আন্তর্জাতিক আলোচনাচক্র অনুষ্ঠিত হবে হাওয়াই বিশ্ববিদ্যালয়, হনলুলুতে।
- ১৯-২১ এপ্রিল, ২০১৭ সংখ্যালঘু ভাষা ও সংস্কৃতির পুনরুজ্জীবনের বিষয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বাির্সলোনা বিশ্ববিদ্যালয়, স্পেন-এ।
- ঝাড়গ্রামে সদ্যপ্রয়াত লোককবি ভবতোষ শতপথীকে জানাই আমাদের সশ্রদ্ধ শ্রদ্ধার্ঘ। তাঁর অন্যতম কীির্ত কুড়মালি ভাষার অজস্র কবিতা ছাড়াও রবীন্দ্রনাথের ‘চণ্ডালিকা’র অনুবাদ।