হো ভাষার কবিতা - কার্তিক চন্দ্র বাঁআদা 

    দাআঃ গ্যা হয়ন্ তানা
             হ্যারঃ 

    দাআঃ গ্যা হয়্অন তানা
    হয়্অ গ্যা রিমিল্যাগ তানা,
    বিজিলি কিচিন রিমিল
        গামা ইউঃতান। (সারি)।

    দাআঃ গ্যা জীবন তানা
    জীবন গ্যা দুকু-মানা
    দুকু-মানা কিচিল ত্যাগ্যা
        সুকু বাইউঃ তান। (সারি)।

    দুকু-মানা বুরু গ্যানা
    সুকু-সানা বুরু লদম,
    বুরু লদম গ্যানা ক রা
        জীবন সিউঃ তান (সারি)।


শব্দার্থ ঃ — 
দাআঃ — জল। দাআঃ গ্যা — জলই। হয়্অ — বাতাস। হয়্অন — বাতাস (নিজেই হওয়া)। 
তানা — তেছি, তেছে এইরূপ প্রকাশক। দাআঃ গ্যা হয়্অন তানা — জলই বাতাস হচ্ছে। 
রিমিল — মেঘ। হয়্অ গ্যা রিমিল্যাগ তানা — বাতাই মেঘ (সৃষ্টি) হচ্ছে। বিজিলি — বিদ্যুৎ। 
কিচিল — ঝাঁকুরি। বিজিলি কিচিল রিমিল — বিদ্যুতের ঝাঁকুনিকৃত মেঘ। গামা — বৃষ্টি।
ইউঃ — পতন। তান — তেছে প্রকাশক। গামা ইউঃ তান — বৃষ্টি পড়ছে। 
দাআঃ গ্যা জীবন তানা — জলই জীবন। দুকু — দুঃখ। মানা — বাধা। জীবন গ্যা দুকু-মানা — জীবনই দুখঃ এবং বাধা। দুকু-মানা কিচিন ত্যাগা — দুঃখ এবং বাধার ঝাঁকুনিতে। সুকু—সুখ।
বাই — তৈরী, এখানে সৃষ্টি। সুকু বাইউঃ তান — সুখ সৃষ্টি হচ্ছে। 
বুরু — পাহাড়। গ্যানা — পাহাড়ের পার্শ্ব দেওয়াল। দুকু-মানা বুরু গ্যানা — পাহাড়ের দেওয়াল
হল দুঃখ এবং বাধা। মানা — ইচ্ছা, যোগ। লদম — পাহাড়ের উপর সমতলভূমি। 
সুকু-সানা বুরুলদম — সুখ ও ইচ্ছা হল পাহাড়ের সমতল ভূমি। 
বুরু লদম গ্যানা ক র্যা  — পাহাড়ের দেওয়াল এবং পাহাড় উচ্চ সমতল ভূমিকে।
সি — লাঙ্গল, লাঙ্গল দ্বারা কর্ষণ করা।
জীবন সিউঃ তান — জীবন লাঁগল করছে। সারি — পুনরাবৃত্তির উদ্দেশ্যে ব্যবহৃত শব্দ। 

গানের মূল কথা — 
জল থেকে বাতাস আর সেই বাতাস থেকে মেঘের সৃষ্টি। বিদ্যুতের ঝাঁকুনিতে মেঘ আবার বৃষ্টি হয়ে পড়ছে।
জলই জীবন — জীবন দুঃখ এবং বাধা। জীবনের দুঃখ এবং বাধার ঝাঁকুনিতে সুখের উদ্ভব হচ্ছে। 
দুঃখ এবং বাধা হল পাহাড়ের খাড়াই দেওয়াল — আর পাহাড়ের উপর সমতল ভূমি হল সুখ। 
এই উভয় স্থানেই জীবন তার কার্য্য চালিয়ে যাচ্ছে।