বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম রূপকার শ্রী রবীন মুখোপাধ্যায়-এর জন্ম চুঁচড়ায় ১৯২৪ সনে। তাঁর পিতার নাম মনিমোহন মুখোপাধ্যায় ও মাতা বীণাপাণি দেবী। তাঁর পিতা ছিলেন তৎকালীন স্বনামধন্য ঠুংরি গায়ক। ছেলেবেলায় কবিতা লেখার অভ্যাস ক্রমশঃ তাঁকে প্রথম যৌবনেই এক পরিণত গীতিকার করে গড়ে তোলে। তৎপরবর্তীকালে সুরকার ও সাহিত্যিক হিসেবেও তাঁর সফল আত্মপ্রকাশ ঘটে। পেশায় প্রাক্তন এই ব্যাঙ্কার বর্তমানে ৯০ বৎসর বয়সেও তাঁর কর্মযোগে ব্রতী। বইটি সম্পাদনায় মা সরস্বতীর এই বরপুত্রের ভূমিকা অনস্বীকার্য।