তোমার দীর্ধশ্বাসে,
আদিমতার বিস্ফারণ;
দুরন্ত ঘূর্ণিপাককে বশে নিয়ে যায়,
নিম্নত বনমগ্নের গুহায়।
ওরা অবাক হয়ে চেয়ে দেখে,
তোমার গড়া নতুন পৃথিবীকে॥
ওরা ভাবে এই কি তবে পাষাণিকতার করুণ পরিণতি,
নাকি কেবল নির্বোধ বিরতি;
ওরা বোঝে না,
এ হল জলন্ত অগ্ন্যগিরির ক্ষুদ্র অগ্ন্যুদগার,
হিংস্র মগ্নপাতের রেখা,
সততার নব ইতিহাস॥
আমি কিন্তু জানি,
তোমার আত্মসার্থের বারুদ—
ওদের অপ্রশস্ত ললাটে,
জমিয়েছে গৃহনিধ্বংস;
তবুও ওদের উজুপ্ত পদক্ষেপ মুছে দিতে চায়,
মানবিকতার জীবনস্মৃত্শুক, আর পৌঁছে ফেল আশ মহন্তরকে।
প্রণ প্রিয়াংশায় ওরা ছুটে আসছে,
এখন আর তোমারও থামবার সাধ্য নেই;
অবাধ গতিতে এগোতে হবে তোমাকেও
এ হল, সমুদ্রের ঢেউ আর বায়ুর নির্দেশ।
তারপর শিকার করতে হবে ওদের,
ঠিক যেমন করে ওরা তোমাদের শিকার করেছে এতকাল।