বিবৃতি

দীর্ঘ পথ পরিক্রমণে এসে

এখনও মেলেনি কিনারা, চলোছি কালের প্রোততেই ভেসে।

ক্ষয়ে যেতে যেতে ফুরিয়ে এসেছে প্রাণের নির্ঘাষ।

টালমাটাল পদক্ষেপে স্পর্শ সে আভাস।

 

তবু থামব না আর,

মুখোমুখি আজ মোকাবিলা হোক সব ঝড়-ঝঞ্ঝার।

দুঃসহ পথ পার হয়ে এই রাজপথে

প্রবেশ করেছি এইবারে রুক্ষ সূর্যালোকে।

 

তাই তোমাদের নাম দিয়ে—

করব যে শুরু ছিমছাম খেলা জীবনমৃত্যু নিয়ে।

আর করেছ অগ্নিকার,

এ মাটির বুকের উঠবে যে সিঁড়ি থোকে স্বর্গধার।

এই বিশ্ব ঝালায় উঠবেই আজ জীবনের উদ্দেশ্যে,

বাঁচি বা না-বাঁচি এই কথাকটি বলে যাই অবশেষে॥