অন্ধ আমি

অন্ধ আমি দেখতে পাই না চোখে,

তবু লাল-নীল-হলুদ-সবুজ রঙে

রাঙিয়ে নিয়েছি সমস্ত পৃথিবীকে

বুকের ভেতর কবিতা পাথর ভাঙে।

 

অনুভবের খাতার পংক্তিগুলি,

ক্রমাগতই চলেছি সব পড়ে,

অশ্বত্থ গাছে ডাকে ঐ বুলবুলি,

মনকে এবার নিয়েছি দুচোখে ভরে।

 

দু-হাতে আমার চন্দ্র, সূর্য, তারা

মুখ দিয়ে লিখি জীবনের মুখবন্ধ,

বেহাগের সুর বাজিছে যে প্রাণহরা,

এখনও বাতাস বইছে যে মৃদু-মন্দ।

 

লাটাই-সুতোয় উড়ছে আকাশে ঘুড়ি,

স্বপ্নরা সব রয়েছে আমার পাশে,

সমুদ্র থেকে উঠে ঐ জলপরী,

যাচ্ছে বুঝি উড়ে চাঁদের দেশে।।