নবজাতক

এখন আকাশ মেঘলা, শুধু তোমার কথাই ভাবব,

তুমি সুনীল আকাশে প্রভাতী সূর্য, এ জাতির ভবিতব্য।

বাসুকীর ক্রোড়ে মানবশিশু,

বসুধার পরে নতুন যীশু,

মার বুকে ঐ লুকায়েছ মুখ, তোমার দুচোখ দিব্য,

তুমি সুনীল আকাশে প্রভাতী-সূর্য, এ-জাতির ভবিতব্য।

 

যত আছি মোরা এ দেশবাসী, লয়েছি শপথ আজ-

 রাজাসনে বসায়ে তোমাকে করিব যে মহারাজ।

দিয়া আমাদের রক্ত-লিখা,

কপোলে পড়ায়ে দিব রাজটীকা,

যে নদীতে তরী ভাসাইবে, মোরা করিব সে পথ নাব্য,

তুমি সুনীল আকাশে প্রভাতী-সূর্য, এ জাতির ভবিতব্য।

 

মরুভূমির জাহাজ যে উট, বালুঝড়ে পথ খোয়ায়।

রাজকন্যার ঘুম ভেঙে যায়, সোনার কাঠির ছোঁয়ায়।

ধ্বংস করিবে যে মহাপাতক,

স্বাগত তোমায় হে নবজাতক,

তাই পড়ব না কোনও রূপকথা, আমি লিখব না কোনও কাব্য,

এখন আকাশ মেঘলা, শুধু তোমার কথাই ভাবব।।