মীরজাফর
তোমার কবর,
খুঁজছে দোসর,
প্রত্যহই
কেউ তো নেই।
দেশবৈরীতা,
স্বৈরাচারিতা,
আর স্বাধীনতা-
বিলায়েছ তাও,
জবাব দাও।
সিরাজের জান-
পেয়েছে যে প্রাণ,
ভৈরবী গান,
গায় আলাদীন,
তা-ধিন ধিন্!
পরশ প্রাণের
পায়নি, দেশের
দুশো বছরের,
এই ইতিহাস।
বারে, সাবাস।
দেশভক্ত,
দিয়াছে রক্ত,
করেছে শক্ত
দু'হাতের মুঠি,
ভাঙো নীলকুঠি।
হয়নি তবুও
লজ্জা যদিও,
দিচ্ছ এখনও
ছুরিতে শান;
তুমি সাবধান!