প্রার্থনা

জগদীশ্বর! 

তোমার ওপর, 

এ জীবন ভোর 

বিশ্বাস থাক। 

আর সব যাক।

 

এক হোক সবে 

তোমার এ ভবে, 

যদি হয় তবে 

হোক পরাজয়, 

কাটে যেন ভয়।

 

অন্যায় যত 

করি অবিরত 

প্রতিদিন, শত 

হোক তবুও, 

ক্ষমা কোরো প্রিয়।

 

ভাল যেন হতে 

পারি, পৃথিবীতে 

দিন যাক বিতে 

হে মহারাজ! 

করে ভাল কাজ।

 

বাসি যেন ভাল 

মানুষে সকল, 

হোক সে মোসল- 

মান বা হিন্দু। 

হে দীনবন্ধু!

 

এসে নিরবধি 

সাথে আছ সুধী, 

বিশাল জলধি, 

পার করিবারে। 

প্রণমি তোমারে।।