বিচ্ছেদ

যদি             অতলান্ত সাগর দাপায় শুভ্র ফেনিল উজানে 

                    আলোক চিকুর গগন কাঁপায় কাজল কালো বরণে 

                    নববধূর আলগা খোঁপায় রূপালী স্বর্ণাভরণে 

                    ঝিলিক লাগে কনক চাঁপায় অঞ্জলি নিবেদনে 

                    হৃদয় কভু তৃপ্তি না পায় ক্ষণিক প্রিয় মিলনে।

 

তবে            অধীর সুনীল সাগর কেন সফেন হয় যে এমনও 

                    জ্যোৎস্নার আলো সফেদ হেন রাত্রি তামসসঘন 

                    রজনীগন্ধা প্রেম আলাপেন পূর্ণপাত্র মৃতসঞ্জীবন 

                    কলঙ্কিত মৃগাঙ্ক বায় সুচরিত নিশ্বাস্বপনে 

                    জনান্তিকের বিরহ গাথায় বিচ্ছেদ স্মৃতিচারণে।।