পাষাণ দেবতা

যদি সমুদ্র হতে মুক্তারাশি, ধুয়ে যায় দেব অঙ্গনে, 

মুক্ত বাতাস আসি আছড়ায়, মন্দিরে আলিঙ্গনে, 

এই যদি তব লীলা ভগবান, জলরাশি দিয়া ডাকিতেছ বাণ, 

মর্ত্যের প্রাণী করে হাহাকার, তোমার ঝড়েতে উড্ডীয়ান; 

বরুণ দেবতা তোমার বরষে, 'স্বর্গেতে ঢেঁকী ধান ভানে', 

মাটিতে সে ধান ফলিতে দাও না, চাষী তবু লাঙল টানে, 

কেন বাতাসে নিভিছে হে পবনদেব সন্ধ্যা-প্রদীপ প্রাঙ্গণে।

 

হে সূর্যদেব তুমিও যে তবে, আস অবশেষে স্মরণে, 

ধারা-খর-তর প্রখর রৌদ্র, 'খরা' আনি দিল ভুবনে,

জ্বালায়ে যে দিলে ক্ষুধার অনল, চীৎকার শোনা যায় সকরুণ, 

বুকে চাপি ধরি বাছারে তাহার, মা হয় ভয়ে মুহ্যমান, 

মানুষের মাস খাচ্ছে মানুষ, পুড়ায়ে তোমার আগুনে 

অগ্নিদেবতা রঙিন ফানুস, লেলিহান শিখা গগনে, 

পাষাণ দেবতা তুমি যে হোলির মজায় মাতিছ ফাগুনে।।