রূপালি আকাশের ওপর তোমার আস্থা গেছে হারিয়ে,
মাঠের ঘাসেরা তোমাকে দেয় হাতছানি
রণপায়ে ভর করে ডালের ওপর একপায়ে দাঁড়িয়ে,
প্রকৃতি দিয়েছে তোমায় শাস্তি, তাও জানি।
জনম অবধি গাছের ডালেই বাস,
সূর্যালোকের নিত্য যাওয়া আসা।
বাতাসের সঙ্গে দিনরাত ফিসফাস্,
কান পেতে শুনি, বুঝতে পারি না ভাষা।
বিদায়বেলায় ঝরা পাতা হয়ে যাওয়া
হলুদ চাদরে মুখ ঢেকে শুয়ে তুমি।
মৃত তুমি নও, বলে গেছে ঝোড়ো হাওয়া,
কোলে মাথা নিয়ে নীরব জন্মভূমি।
পূর্ণিমা রাতে মেঠো ঐ নেড়া চাঁদ,
মাস গেলে যায় তোমার খবর নিয়ে।
শিশিরের জলে জ্যোৎস্না পেতেছে ফাঁদ,
রামধনু রঙ ঢালে পিচকারি দিয়ে।