ঘুম

পাথরকুচির পাতা দিয়ে শীতের রাতে গভীর বনে উম 

নীলাম্বরী চাদরে ঐ জরি দিয়ে উল্কি আঁকে আঁধার 

সূর্য-শিশির ফুলে মধু খেতে গিয়ে আটক মধুপ 

রাত্রি জাগরণে বহু প্রতীক্ষিত আঁখি জবাকুসুম 

চন্দ্রমণির হারের হিসেব মেলাতে বেকায়দায় স্বর্ণকার 

অমানিশির রৌপ্যথালি লুকায়েছে তাহার স্বরূপ 

নিথর, নিস্পন্দ ঝিঁঝিঁ ডেকে ওঠে, রাত্রি নিঃঝুম 

তৃষ্ণার্ত চাতক অবশেষে বোঝে জনমের সার 

অরূপের আহ্বানে এসে মেলে অহংকারী রূপ 

বর্ষা মুখর শ্রাবণ রাতে দুই নয়নে নেমে আসে ঘুম।।