আমার সমস্ত অস্তিত্ব জুড়ে
বিচিত্র এক অনুভূতি খেলা করে
দুঃখের না সুখের তা ঠিক বলতে পারি না
তবে অনেকটা ইলিশ মাছের মতো নোনা।
গায়ের রূপোলি আঁশগুলো ছাড়িয়ে নিলে
কৃত্রিম জোনাকী এক নেভে-জ্বলে
মুখ বড় করে চেয়ে এক চোখো সূর্য্যমুখী
চকমকি পাথরে সরষের ফুল দিচ্ছে উঁকি।
জড়তা ঐ আনারসের জেলির মত
দেখছি হঠাৎ নিয়েছে আজ মৌনব্রত
উল্টে রাখা আমজনতার গণিত সোপান
উথলে ওঠা দুধের পাত্রে উঠছে তুফান।
কচি ঘাসের চেয়েও সতেজ, সবুজ মন
গোধূলি বেলায় পেয়েছে সোনালী গুপ্তধন
হিজিবিজি কাটে শব্দের ঘরে নিয়ে অক্ষর
সংখ্যার পরে সংখ্যা মিলিয়ে গুনছে কর।
ভোরের পাখি আকাশ পারে সেজেছে সঙ
প্রজাপতির পাখায় লেগেছে কমলা রঙ
সাহসের ঐ জেব্রার মত লম্বা গলায়,
সপ্ত-ঋষির রামধনু রঙ বিজলি জড়ায়।।