কিমোনো

ভেবেছিলাম আজকে একটা কবিতা লিখব মন্দাক্রান্তা ছন্দে, 

বসেছিলাম কাগজ-কলম নিয়ে কখন নিজেরই অজান্তে। 

দিনগুলো যাচ্ছিল বেশ কেটে ভাল-মন্দে, 

দু'পা হড়িয়ে মাটিতে বসে শূণ্য পানে চেয়ে আদি-অনন্তে।

 

হঠাৎ আজকে কি যে হল আমার, 

কত কিছুই বেরোল এবুক চিরে। 

বেধেছে সে এক কান্ড ধুন্ধুমার, 

তামার তারে জড়ানো হৃদয় ঘিরে।

 

ভাবের মেঘে পরাণ গিয়েছে ছেয়ে, 

শব্দের সুরে শব্দধ্বনি সৃষ্টি। 

নীল অম্বরে যেন এক কালো মেয়ে, 

দু-নয়নে তার চেরাপুঞ্জীর বৃষ্টি।

 

এঞ্জেলো, না পিকাসোর আঁকা ছবি, 

নাকি অন্ধ বিটোফেনের পিয়ানো। 

লেখা তো হয়নি, তবুও এ-মন কবি, 

পরণে তার সবুজ কিমোনো।