মিছিল

রাস্তা দিয়ে একদল লোক চলেছে, 

এক হাতে তাদের রঙিন পতাকা ওড়ে, 

মুষ্টিবদ্ধ আরেক হাত আকাশে শূণ্যে ছোঁড়ে। 

একেবারে সম্মুখে একজন বাকিরা তার পাছে পাছে, 

মুখে সেই পুরনো চেনা বুলি- 

জবাব চাই, জবাব দাও; 

বড় রাস্তা থেকে এঁদো গলি 

পায়ে পায়ে তাল মেলাও।

 

স্বাধীনতার আগে ছিল 'বন্দেমাতরম্' 

এখন হয়েছে 'নিপাত যাক', 

তখন যা ছিল 'শষ্য শ্যামলম্'

এখন তা 'কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও', 

কাক আর শকুনে মানুষের মৃতদেহ ভাগ করে খাক। 

শূন্য, মহাশূন্য পথে ওড়ে বুনো চিল, 

রাজপথে মানুষের বিজয় মিছিল।।