সাদা পায়রা

ডানায় তোমার নববধূর, মাথায় সোনার টায়রা,

একটি চিলতে কার্নিশে বাসা শান্তির দূত পায়রা। 

ভিসুভিয়াস পর্বত থেকে চিল্কা হ্রদের তীরে,

স্বমহিমায় বিরাজিছ তুমি আমজনতার ভিড়ে। 

আফ্রিকার জঙ্গলে, লাল সাগরের মোহনায়, 

মেঘের গর্জনে, সুর সাধকের মূর্ছনায়।

 

জেরুসালেমে, প্যালেস্টাইনে, আগ্রার তাজমহলে, 

বরফে ঢাকা, তুলোয় মোড়া তোমরা সকলে, 

সূর্যের বুক থেকে আলো নিয়ে চন্দ্রের মুখে ঢাল, 

আমাজন-তীরের বনে সান্ধ্য মশাল জ্বালো। 

বরফের চিঠি মুখে নিয়ে তুমি আঁধারেতে মুখ ঢাকো, 

কৃত্তির আসনে হিমালয়, তার পাঁজরের ফাঁকে রাখ।