এক চিলতে রোদ্দুরকে সাঁড়াশীর মতন ঠোঁট দিয়ে
চেপে ধরতে চেয়ে
ডাকছিল এক দাঁড়কাক
অশ্বত্থের শাখে বসে।
তারপর উড়ে এসে একপাক
হিজল বনের অন্ধকারে মিশে
মধুকূপী ঘাসের সোঁদা গন্ধ শোঁকে।
গোলক ধাঁধার পথ যায় না এখনও ঠিক চেনা
আঁধার আকাশে চাঁদ বসেছে আবারও আজ বেঁকে
কালকের মতন; রূপ-চাঁদ দিয়ে চাঁদ যায় না কি কেনা?
স্থবির পৃথিবীটা লাগে তার যেন আজ, মর্গের ঘরের মতন;
সূর্যের পায়নি সে পরশ, ভাঙা সেতার বাজে
আজও তার গলার ভিতরে,
শঙ্খের ধ্বনি তবু ছেয়ে আছে মন
দুই চোখ ছেয়ে আছে সেই দাঁড়কাক, যে বসে চাঁদের গহ্বরে।।