মন

একদিন নাট্যমঞ্চে হিরণ্যকশিপুর বেশে 

চলে গেছে মন কনফুসিয়াসের দেশে 

ছিল না কোনও শুভাকাঙ্খী, পরামর্শদাতা; 

নিঃশব্দ পদচারণায় ত্রেতা যুগের ক্রেতা।

 

ত্রস্তপদে নিঃস্ব, রিক্ত, বিপদগ্রস্ত হয়ে 

ছুটছিল সে হরিণীর মতো জীবনকে ক্ষয়ে 

গহন বনের পথে; সাপের মতো খুঁটে 

খেয়েছিল থুপী ঘাস সবুজ-ভরা মাঠে।

 

সাঁওতালদের অরণ্য-দেব টাড়বাঁরোর মতো 

তারও দুপায়ে মাখা বুনো গন্ধ কত 

প্রাশিয়া, কনস্টানটিনোপল, ইথিওপিয়ার, 

মিশর, ব্যবিলন, মেসোপটেমিয়ার 

ইতিহাস, আর মহাকাব্য যত 

ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারতের শত 

গল্প লেখা রয়েছে দেবনাগরী অক্ষরে 

মহেঞ্জোদারো-হরপ্পার খোদাইয়ের ঘরে।।