মুম্বাই শহরের ভাসি অঞ্চলে মারাঠি সাহিত্য মন্দির মঞ্চে দর্পন সংস্থা আয়োজন করে একটি মূকাভিনয়ের আসর “ সম্পর্ক “ ।

শিল্পীর সঙ্গে শিল্প , রামায়ণের সীতা ও জটায়ূ, নারীর সঙ্গে পুরুষের, ডাক্তারের সঙ্গে রুগীর প্রভৃতি বিভিন্ন সম্পর্কের কাহিনী নিয়ে মঞ্চস্থ হল একটি জমজমাট মূকাভিনয় সন্ধ্যা । এই অনুষ্ঠানে দর্শকদের আসনে উপস্থিত হয়েছিল বিভিন্ন ভাষাভাষি মানুষের সমাবেশ। মূকাভিনয়ের নির্বাক ভাষার কাহিনী গুলো বিভিন্ন ভাষাভাষি মানুষের কাছে ,এক নতুন স্বাদের সন্ধান দেয়। তাই মূকাভিনয় অনুস্ঠান চলাকালীন দর্শকদের ভালোলাগার মধ্যে শোনা যায় করোতালির শব্দ।
“লোভী ডাক্তার “ গল্পে অসহায় রুগী এবং “ শিল্পী “ নামক গল্পে মূর্তি চরিত্রের মূকাভিনয়ে মূকাভিনেতৃ শুভ্রা সান্যালকে মুম্বই দর্শক উচ্চশিত প্রশংসিত করে। অপরদিকে রামায়ণের রামের চরিত্র, লোভী ডাক্তার, শিল্পী, প্রেমিক প্রভৃতি চরিত্রে মূকাভিনেতা কমল নস্কর মুম্বাই দর্শক মহলকে খুবই আনন্দ দেয় । কাহিনী ও পরিচালনায় কমল নস্কর। সহযোগিতায় দেবাশীষ পোদ্দার। আলোক পরিকল্পনায় মাধব দাস ।
আমন্ত্রণে শ্রীমতি কাকলি বোস।