লেখকের কথা

আমার সমসাময়িক অনেকের মুখেই একটা কথা প্রায়ই শুনে থাকি যে, আমাদের সময়ে আমাদের বাবা মায়েরা আমাদের পড়াশুনা বা অন্যান্য ব্যাপারে এখনকার বাবা মায়েদের মতো এতোটা মনোযোগী বা যত্নশীল ছিলেন না। এতে আমাদের প্রজন্ম ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা বা এখনকার প্রজন্ম কতটা লাভবান হবে সেটা ভবিষ্যৎই বলবে। তবে একটা কথা অস্বীকার করার উপায় নেই যে, এখনকার সময়ে সব ব্যাপারে একটা প্রতিযোগিতার মনোভাব, সব সময়েই তাড়া করে বেড়াচ্ছে। সেটা আমাদের সময়ে ছিল না। এর ফলে আমরা মানে তখনকার শিশুরা একটা ব্যাপারে লাভবান ছিলাম—সেটা হলো আমাদের বেশ কিছুটা নিজস্ব সময় ছিলো। সেটা আমরা খরচ করতাম খেলাধূলা করে বা অন্য কোনভাবে।
কিন্তু এখনকার ছেলেমেয়েদের সেই নিজস্ব সময়টাই নেই। শৈশবাবস্থাতেই তাদের একটা রুটিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বা হচ্ছে। তাতে তাদের শিশুমনের বিকাশ। ক্ষতিগ্রস্থ হবে, না দ্রুত পরিণতির দিকে এগিয়ে যাবে—সে ব্যাপারে শিশুমনস্তত্ববিদেরাই ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় একজন শিশুকে খেলার ছলে বা গল্পের ছলে কোন কিছু শেখানো হলে সে বিষয়টি সম্পর্কে বাড়তি আগ্রহ দেখাতে পারে। সেই ধারণার বশবর্তী হয়ে কম্পিউটার সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করেছি এই বইটার মাধ্যমে। বর্তমান প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ আবিষ্কার কম্পিউটারের সঙ্গে ছোট ছোট পাঠক বন্ধুদের প্রাথমিক আলাপ পরিচয়টা আশা করি হয়ে যাবে এই বইটার মাধ্যমে। তারপর তারা তাতোনের মতো কম্পিউটারকে বন্ধু করবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার।


                    সুকুমার গুপ্ত