জানি জীবন আর সিদ্ধান্ত শুধুই তোমার
এও জানি দাঁড়ি কমা দেওয়ার অধিকার ও তোমার
তবুও
তবুও আমি কি শুধুই আমার
তোমার ঋণ শোধের কি হবে?
আচ্ছা ধর
সম্পর্ক ভাঙ্গা সেই মেয়েটা যে তোমারই বার্তায়
আবার নতুন বসন্তের স্বপ্ন দেখে
অথবা
হেরে যাওয়া ছেলেটা তোমার গল্পে
আবার বিজয়ীর মুকুট পরে
তাহলে?
এত কিছু পাবার পরেও
আচ্ছা ওই মেয়েটা যার দুটো পা হারিয়ে
পর্বত চূড়ায় তার দম্ভ প্রকাশ করেছিল
কিংবা , কিংবা
যারা সব হারিয়েও
আবার ফিনিক্স পাখীর মতো বেঁচে ওঠে
কই তারা তো!
তুমি তো তোমার দুঃখ কখনই আমাকে শোনাও নি
তাহলে আমি শোনাতাম তোমায় বেঁচে থাকার গল্প
তবু হারিয়ে যেওনা
একবার জীবনকে জড়িয়ে ধর
আর আমার কথা যদি ভুল হয়
তখন তো পড়েই রইল...
একটা নাইলন দড়ি
আর কিছু সিদ্ধান্ত।