জট - ইমতিয়াজ ধারকার (অনুবাদ: মমতা নন্দা)

ইমতিয়াজ ধারকার লাহোরে জন্ম নেন কিন্তু স্কটল্যান্ডের গ্লাসগো শহরে বড় হন। উনি গ্রেট ব্রিটেনে কবি, অঙ্কন শিল্পী এবং সাংবাদিক চলচিত্রকার হিসেবে প্রখ্যাত। উনি রাণীর স্বর্ণপদক এবং অন্যান্য বহু পুরস্কার অর্জন করেছেন। ২০১৯ সালে উনি পোয়েট লরিয়েটের পদের শর্টলিষ্টে ছিলেন কিন্তু কাজে মনোযোগ দেওয়ার প্রয়োজনবোধে নিজেকে প্রত্যাহার করেন। এখন উনি লন্ডন, ওয়েলস এবং মুম্বাইতে সময় কাটান।

একটা প্রান্ত 'আমার চাই’
অন্যটা ‘আমরা চাইনা’
একটা সুতো 'প্লিস'
অন্যটা 'আজ হবেনা’  
একটা তন্তু ‘আমার মতে'
অন্যটা 'পাগল হয়েছো?'
একটা ঘর তোলা 'কিন্তু'
অন্যটা ফেলা 'বশ্যতা'।

এর মাঝখানে
একটা গিঁট, এক পাকানো ফাঁদ   
‘যদি সত্যি ভালোবাসো,
আসলে ভালোবাসো …’  
শুরুতে ভদ্র     
ক্রমশ ভয়ঙ্কর              
যদি প্রশ্ন করি ‘কেন?'   
উত্তরতো একটাই
'লোকে কি বোলবে’
সব কথার শেষ কথা
'লোকে কি বোলবে’।   

লোকে কি বোলবে
যখন তারা দেখবে
আমার সুতোর টান
তোমার নির্মম হুক
আমার উপেক্ষিত ইঙ্গিত     
তোমার উন্নাসিক চাহনি
আষ্টেপৃষ্টেজড়ানো জট
যদিবা ছাড়াতে পারি  
তোমার দুই হাতের কবল   
কেমন আমার কাঁধে জড়িয়ে    
টেনে ফিরিয়ে আনো?