কথার কথা
আমাদের দেশে দুর্নীতি কোনো নতুন শব্দ নয়। যে যখন যেখানেই পেরেছেন এই দুর্নীতি নামক শব্দটি কে আপন করে নিয়েছেন। পালা বদল হয়েছে নেতার বদল হয়েছে রঙ এর বদল হয়েছে বাণীর বদল হয়েছে কিন্তু দুর্নীতির বদল হয় নি। যার সামনে যেমন সুযোগ এসেছে তেমনি সদ্ব্যবহার হয়েছে। তাতে লজ্জার কিছু হয় নি। বরঞ্চ যারা এসবের মধ্যে যুক্ত থেকেছেন তারা হরেক যুক্তি দিকে দোষ খণ্ডন করার চেষ্টা করেছেন। এই যে অতিমারি এই যে দম বন্ধ করা পরিস্থিতি তাতে তো নিম্ন আয়ের মানুষরাই তো সবচেয়ে বিপদে পড়েছেন। তাদের সুরাহার জন্য যে নূন্যতম ব্যবস্থা তাতে ও দুর্নীতি। মানুষ পথে নেমেছেন। আমফান এর মত দুর্যোগ আমাদের এই বাংলা কে বিপর্যস্ত করেছে বিশেষ করে সুন্দরবন লাগোয়া প্রায় সবকটি এলাকাই বেসামাল হয়েছে। পুনর্গঠনে চাই প্রচুর প্রচুর সাহায্য প্রচুর ত্রাণ। কিন্ত অনেক ক্ষেত্রেই খবর আসছে সরকারি ত্রাণের অপ্রতুলতার কথা। ত্রাণ নিয়ে দলবাজির কথা। এসবের থেকে কি পরিত্রানের কোনো উপায় নেই? আসলে গরিব মানুষ হলো শাসকের কাছে একটা সংখ্যা। যেটা শুধু ভোটের সময় প্রয়োজন। প্রয়োজন ফুরোলে এই মানুষদের কথা আর মনে থাকে না। তাই বছরের পর বছর একই জায়গায়। কি করবে এই মানুষ গুলো বাধ্য হয়ে রাস্তায় নামা। তাতে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। দরকার ছিল শক্ত হাতে প্রশাসনে রাশ টানা। দুর্নীতি দমনে কঠিন পদক্ষেপ নেওয়া। সে গুড়ে বালি। তাই তো দেখি মন্ত্রী মশাই ও সোচ্চার হন। কিন্তু ওই পর্যন্তই। অতএব। সবকিছু মেনে নেওয়া ও মনে নেওয়া। অতএব সংক্রামন হবে প্রতিবাদও চলবে।
একাদশ সংখ্যায় এলাম। যথারীতি নিবন্ধ ব্যক্তিগত গদ্য কবিতা অনুবাদ কবিতা রয়েছে। আশা রাখি অন্যান্য বারের মতো এই সংখ্যাটি ও আপনাদের ভালো লাগবে।
ভালো থাকুন। সাবধানে থাকুন।
গৌতম দাশ
সম্পাদক : গৌতম দাশ
সম্পাদনা সহযোগী : মলয় রক্ষিত
উপদেষ্টা মন্ডলী
ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ লাহা, শর্মিষ্ঠা নাথ, বিজয় দত্ত, ডা. ভাস্কর দাস, সিদ্ধার্থ ভট্টাচার্য, অরণি বসু, সুশীল নাগ, কুণাল চট্টোপাধ্যায়, অমর নাথ, রক্ষিত লিলি হালদার, অঞ্জনা ঘোষ, রামকিশোর ভট্টাচার্য, আশিস সরকার, অপূর্ব কৃষ্ণ দত্ত, বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায়, পল্লব বরন পাল, রবীন বন্দ্যোপাধ্যায়, আনন্দ দাশগুপ্ত, গায়ত্রী রায়, স্বপন বিশ্বাস, সুভাষ ভদ্র, সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
বিশেষ সহায়তা
নিরুপম আচার্য, রুদ্র কিংশুক, আইভি চট্টোপাধ্যায়, শ্রেয়া ঘোষ, বিদিশা সরকার, মণিদীপা নন্দী, বিশ্বাস নিবেদিত, আচার্য স্নিগ্ধা চন্দ্র, আলো পাল, গৌতম সাহা, বোধিসত্ত্ব ভট্টাচার্য, পম্পা দেব, অনমিত্র রায়, সৌরভ হাওলাদার, মানস শেঠ, রিমি মুৎসুদ্দি, দেবাশিষ ভট্টাচার্য, অংশুমান ঘোষ, রিপন রায়, তন্ময় মালাকার, দেবাশীষ সরকার।
কলকাতা যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানা
পরম্পরা প্রকাশন