আগামী - মৌসুমী রায়

অনন্ত সময়জালে ঘাই দিয়ে যায়  
স্মৃতির মেদুর ছবি;
স্তব্ধ নীলাকাশে অক্লান্ত চিলের ডানার মতো
নিষ্কম্প আবহমানতার অঙ্গে জাগে
অনস্তিত্বের থিরথির কাঁপন।
মস্তিষ্কের কোষে কোষে
ভবিষ্যতের প্রতি এক নিঃসীম উদাসীনতায়
জমে ওঠে নিবিড় আত্মসোহাগের লাভাপাথর ।
বহুদিন পরে সেই আগ্নেয়শিলায়
গড়ে উঠবে আভরণ--
সুন্দরের স্তব-বন্দনায়  ...