অন্ধ মোষ, তার পিঠে আমার সম্পূর্ণ বোন... গাছ
সরে, টিলা সরে মাটি পাল্টে নেয় শাড়ি চুড়ি টিপ
অতিরিক্ত ভাই আমি কাঠ হয়ে আছি; এই দ্বীপে
একদা মানুষ ছিল মানুষ ও পশুর কোলাজ।
এখন গীতিকা আছে বীণাপানি নদী আছে, নদী
বুক উপড়ে হাহাকার করে মুখে কালো রক্ত, ঠোঁটে
বিষ, বিষ থেকে প্রেম, প্রেম থেকে রক্তমুখী গোটা
ছড়িয়েছে পাখি- দেহে পাখি থেকে অন্ধে বধিরেও।
বধির অন্ধেরা, পথ যম নির্দিষ্ট ও চিহ্নিহীন
ও বাউলিয়া ও পেগান- একযুগ মিশেছে একদিনে
গুহ্যতত্ত্ব থেকে এই একদিন নিঃশব্দে জড়িয়েছে।
রুগ্ন বোন, তার পিঠে অন্ধ মোষ অনির্দিষ্ট জ্যোতি
এছাড়া কিছুই মগ্ন নয় শুধু পর্ব পদ যতি...
যে পথ ফেরেনা তার শব থেকে ছন্দ কুড়িয়েছে ।