মৌন মিছিল - রাহুল ঘোষ

ভাঙনের বেলা শেষ হলে, মেঘ করে আসে।
এক আকাশ গল্প লেখে শুধু কিছু মৃদু হাওয়া,
বিষাদের নীল রঙে বেড়ে যায় সময়ের অসুখ।

রাতের বয়স হলে, চোখজুড়ে মৌন মিছিল
শব্দের বারান্দায় বসে কাকে যেন আঁকছিলে তুমি?
অজান্তে গেয়ে উঠছিলে পরিত্যক্ত একটা গান...
তবুও গোলাপকাঁটা কেন বিঁধে গেল হাতের আঙুলে!

আমাদের অক্ষরে আজ শুধু কেন রক্তের ছোপ?
ঘুমহীন নোনাজলে আমি তাই খুঁজি অথই শ্রাবণ!