আসতে আসতে এগিয়ে আসছি,
সকাল পেরিয়ে, দ্বিপ্রাহরিক অবসন্ন,
বিকলাঙ্গ শূন্যতায়।
পুস্পক রথে এক মানবী আর ব্রহ্মজ্ঞের কাঙ্ক্ষিত প্রতিদ্বন্দ্বিতা,
যুযুধান দুই পক্ষ।
মানুষী-অ-মানুষ শক্তির গোধুলিতে আমি,
মধ্যস্থতার আসামী।
তবু এগোচ্ছি।
জয় থেকে পরা - জয়ে।
আমার প্রতিসরণ তখন,
বাস্তব আর পরাবাস্তবের পরিসরে গতিশীল।